ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ রেলের অগ্রিম টিকিটের শেষদিন

প্রকাশিত: ১৮:১৬, ২৭ জুন ২০১৬

আজ রেলের অগ্রিম টিকিটের শেষদিন

অনলাইন রিপোর্টার॥ ঈদে রেলওয়ের অগ্রিম টিকিট দেওয়ার শেষদিন আজ সোমবার। শেষদিনের টিকিট প্রত্যাশীদের ভিড়ে কমলাপুর স্টেশনে তিল ধারণের ঠাঁই নেই। কেউ আগের দিন বিকেল থেকে, কেউ সন্ধ্যায় আবার কেউ এসেছেন মধ্যরাতে। আজ সোমবার সকালেই লাইন স্টেশন ছাড়িয়ে রাস্তায় পৌঁছেছে। একতা এক্সপ্রেসের টিকিট নিতে রবিবার সন্ধ্যার আগেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এদের মধ্যে থেকে কয়েকজন জানান, সন্ধ্যায় লাইনে দাঁড়িয়েছি। বাবা সেহরির খাবার দিয়ে গেছেন। লাইনে দাঁড়িয়ে সেহরি খেয়েছি। এখনো লাইনের শতাধিক মানুষের পেছনে রয়েছি। এ রকম লাইনে দাঁড়ানো অপর একজন জানান, সুন্দরবন এক্সপ্রেসের টিকিট কিনতে রবিবার বিকেল ৫টায় লাইনে দাঁড়িয়েছি। অর্ধেক রাত এক বন্ধু লাইনে দাঁড়িয়ে সহযোগিতা করে গেছেন। এর আগেও দুই দিন চেষ্টা করেও টিকিট পাইনি। সে জন্য রবিবার বিকেল থেকে লাইনে দাঁড়িয়েছি। তাও প্রায় ১৫ জনের পেছনে। আশা করি টিকিট পাবো। এদিকে কাউন্টারগুলোতে দেখা যায়, সোমবার ঘরে ফেরত অগ্রিম টিকিট দেওয়ার শেষদিন। দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগেই টিকিট প্রত্যাশীদের ভিড়ে কানায় কানায় ভরে গেছে কমলাপুর স্টেশনের কাউন্টার।
×