ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৬৪ ভাগ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ২৩:৩২, ২৭ জুন ২০১৬

পুঁজিবাজারে ৬৪ ভাগ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৪ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে প্রায় ৩২ শতাংশ লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৩৫২ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৮৬ কোটি ৩৫ লাখ টাকা বেশি। রবিবার এই বাজারে ২৬৫ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন হয়েছিল। ুসোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৫টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭২৬ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫২৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
×