ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিআরটিসি বাসের টিকেট বিক্রিতে সাড়া নেই

প্রকাশিত: ২৩:৪১, ২৭ জুন ২০১৬

বিআরটিসি বাসের টিকেট বিক্রিতে সাড়া নেই

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ঈদের অগ্রিম টিকেট বিক্রিতে সাড়া নেই। রাজধানীর তিনটি ডিপো থেকে রবিবার সকাল থেকে শুরু হয় বাসের টিকেট বিক্রি। সোমবার যাত্রীদের কাছ থেকে তেমন একটা সাড়া পাওয়া যায়নি। কমলাপুর, জোয়ারসাহারা ও কল্যাণপুর বাস ডিপো থেকে একযোগে টিকেট বিক্রির কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। তারা বলছেন, এখনও দূরপাল্লার বাসের টিকেট যথেষ্ট রয়ে গেছে। যাত্রীরা রাত পর্যন্ত টিকেট সংগ্রহ করতে পারবেন। বিআরটিসির পরিচালক প্রশাসন মো. শামসুল আলম জনকণ্ঠ’কে জানান, ২৬ তারিখ থেকে ১-৫জুলাই পর্যন্ত বিভিন্ন রুটের অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। তিনি জানান, বিশেষ করে বেশি দূরত্বের রুট গুলোতে অগ্রিম টিকেট বিক্রির বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। যাত্রীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ৫০টি গাড়ি ডিপোতে স্টেনবাই রাখা হবে। কোন রুটে যাত্রী বেশি হলে এসব গাড়ি দিয়ে যাত্রী পরিবহন করা হবে। নিয়মিত গাড়ির বাইরে আরো ৪৫০টি বাস বিভিন্ন ডিপো থেকে ছেড়ে যাবে বলে জানান তিনি।
×