ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে মোবাইল কোর্টে ১২টি মিটার সংযোগ বিচ্ছিন্ন ॥ জেল-জরিমানা

প্রকাশিত: ২৩:৪২, ২৭ জুন ২০১৬

মুন্সীগঞ্জে মোবাইল কোর্টে ১২টি মিটার সংযোগ বিচ্ছিন্ন ॥ জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির বকেয়া বিল আদালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল আল মামুনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ১২টি মিটার সংযোগ বিচ্ছিন্নসহ নগদ ১ লাখ ৫৯ হাজার ৩ শ’ ৫১ টাকা আদায় করা হয়। এছাড়া আবাসিক মিটারে অটো রিক্সার গ্যারেজে চার্জ দেয়ার অভিযোগে মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের জেল দেয় ভ্রাম্যমান আদালত। এসব তথ্য দিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল আল মামুন জানান, শহরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মনির হোসেনকে বেলা ৩ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে টাকা না দেওয়ায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ সময় পল্লী বিদ্যুৎতের এজিএম ইএমসি মো: আবু সায়েম উপস্থিত ছিলেন।
×