ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিমান্ডে থাকা ফাহিমের ‘ক্রসফায়ারে’ মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ

প্রকাশিত: ২৩:৫০, ২৭ জুন ২০১৬

রিমান্ডে থাকা ফাহিমের ‘ক্রসফায়ারে’ মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার ॥ মাদারীপুরে কলেজ শিক্ষকের ওপর হামলার সময় আটককৃত কলেজছাত্র গোলাম ফাইজুল্লাহ ফাহিম রিমান্ডে থাকা অবস্থায় ‘ক্রসফায়ারে’ নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রীমকোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী।আগামী ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মাদারীপুর জেলার পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের মানবাধিকার রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় ১৭ জুন ফাহিমকে ১০ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে থাকা অবস্থায়ই ১৮ জুন পুলিশের কথিত ক্রসফায়ারে সে নিহত হয়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় রিমান্ডের আসামি ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনা দেশ ও জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং আইনের শাসনের পরিপন্থি।
×