ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১১ মাসে সঞ্চয়পত্র বিক্রি ৩০ হাজার কোটি টাকা ছাড়াল

প্রকাশিত: ০০:৪০, ২৭ জুন ২০১৬

১১ মাসে সঞ্চয়পত্র বিক্রি ৩০ হাজার কোটি টাকা ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের জুলাই-মে সময় সঞ্চয়পত্রের নিট বিক্রি ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা গত অর্থবছরের একই সময় ছিল প্রায় সাড়ে ২৬ হাজার কোটি টাকা। সে হিসেবে চলতি অর্থবছরের ১১ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৩ হাজার ৫৩০ কোটি টাকা। জাতীয় সঞ্চয়পত্র অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। সঞ্চয়পত্র বিক্রি উল্লম্ফন থাকায় চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে। ঘাটতি বাজেট অর্থায়নে চলতি অর্থবছরের জন্য ১৫ হাজার কোটি টাকা থাকলেও সংশোধন করে ২৮ হাজার কোটি টাকা ধরা হয়েছে। আর আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৬১০ কোটি টাকা। চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মে সময় সঞ্চয়পত্রে নিট বিক্রি হয়েছে ৩০ হাজার ৯২ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময় ছিল ২৬ হাজার ৫৬২ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসেবে চলতি অর্থবছরের ১১ মাসে নিট বিক্রি বেড়েছে ৩ হাজার ৫৩০ কোটি ৩৩ লাখ টাকা।
×