ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত সোনিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৬:০৫, ২৮ জুন ২০১৬

মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত সোনিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ অসহায় সোনিয়া আক্তারের (১৪) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত। সুচিকিৎসার অভাবে সে ইতোমধ্যে মানসিক প্রতিবন্ধী হয়ে পড়েছে। বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হলে সোনিয়া দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রচুর টাকা, যা যোগাড় করা তার দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। তার পিতা মোঃ রফিকুল ইসলাম একজন দিনমজুর। বরিশালের উজিরপুর উপজেলার চাংগুরিয়া গ্রামে তাদের বাড়ি। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায় শিশু সোনিয়ার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। শিশু সোনিয়ার চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৭৩৩৯৮৩১০১(বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ রফিকুল ইসলাম, রূপালী ব্যাংক লিঃ, মগবাজার শাখা, ঢাকা, হিসাব নং ১০০০৬০৮৩২। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্য প্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্য প্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×