ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কো. ফাইনালে দুর্বার জার্মানি-বেলজিয়াম

প্রকাশিত: ০৬:৩৪, ২৮ জুন ২০১৬

কো. ফাইনালে দুর্বার জার্মানি-বেলজিয়াম

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে দুর্দান্ত খেলছে জার্মানি। শেষ ষোলোতেও দুর্বার বিশ্বচ্যাম্পিয়নরা। রবিবার নক আউট পর্বে জোয়াকিম লোর শিষ্যরা ৩-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে সেøাভাকিয়াকে। সেই সঙ্গে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে গোমেজ-মুলাররা। দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে বেলজিয়ামও। ফিফা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরের দল বেলজিয়াম এদিন ৪-০ গোলে বিধ্বস্ত করেছে হাঙ্গেরিকে। সেই সঙ্গে ইউরোর শেষ আটের টিকেটও নিশ্চিত করে নেয় তারা। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মানি। কিন্তু ব্রাজিল বিশ্বকাপের পর হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে বিশ্বফুটবলের পাওয়ার হাউস খ্যাত জার্মানরা। এমনকি ইউরোর আগেও ঠিক চ্যাম্পিয়ন জার্মানির দেখা মেলেনি মাঠে। কিন্তু ইউরোর মূল মঞ্চেই দুর্দান্ত জার্মান শিবির। শেষ ষোলোর ম্যাচে সেøাভাকিয়ার বিপক্ষেই যেন স্বরূপে ফিরল তারা। সেøাভাকিয়ার বিপক্ষে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে ইউরো জয়ের স্বপ্ন দেখা অন্য দলগুলোকে যেন একটি সতর্কবার্তাই জানিয়ে দিল জার্মানি। সেøাভাকিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে জোয়াকিম লোর দল। তার ফলও পেয়ে যায় খুব দ্রুত। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। ২৫ গজ দূর থেকে সুপার এক ভলিতে গোল করে জার্মানদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান জেরোমি বোয়াটেং। এগিয়ে গিয়ে আরও দুরন্ত জার্মান দল। বিরতিতে যাওয়ার ২ মিনিট আগে সেøাভাকিয়ার বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করেন মারিও গোমেজ। এর ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানরা। আর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে জার্মানির হয়ে তৃতীয় গোলটি করেন জুলিয়ান ড্র্যাক্সলার। এরপর আর কোন গোল না হলে ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়েই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে জার্মানি। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে সেøাভাকিয়ার বিপক্ষে গোল ব্যবধানটা আরও বাড়াতে পারত জার্মানি। ম্যাচের ১৪ মিনিটেই যে পেনাল্টি পায় তারা। কিন্তু পেনাল্টিতে গোল করার সহজ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। তবে শেষ পর্যন্ত শেষ আটে জায়গা করে নিয়েই সন্তুষ্ট জার্মানি। সেমিফাইনালে ওঠার পথে তাদের সামনে এখন বড় বাধা হতে পারে ইতালি অথবা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। আর কোয়ার্টার ফাইনালের সেই বাধা পেরলে শিরোপা জয়ের পথে অনেকাংশেই এগিয়ে যাবে বিশ্বফুটবলের অন্যতম শক্তিশালী দল জার্মানি। দিনের অন্য ম্যাচে বড় জয় পেয়েছে বেলজিয়াম। প্রকৃতপক্ষে হাঙ্গেরিকে এদিন কোন পাত্তাই দেয়নি বেলজিয়াম। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে এদিন তারা ৪-০ গোলে হারায় হাঙ্গেরিকে। সেই সঙ্গে ইউরোর কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নেয় বেলজিয়াম। বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরের দল বেলজিয়াম। ইউরোতেও ফেবারিটের তকমাটা গায়ে মেখে খেলতে নামে তারা। এর কারণটা হাঙ্গেরির বিপক্ষে ম্যাচেই বুঝিয়ে দিলেন হ্যাজার্ড- ফেলাইনিরা। ফুটবলের মেজর টুর্নামেন্টে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিল বেলজিয়ানরা। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ শুরুর ১০ মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। আর অসাধারণ দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দেন টবি এ্যাল্ডারউইরেল্ড। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম। তবে দ্বিতীয়ার্ধে যেন গোল করতে আরও বেশি মরিয়া হয়ে ওঠে তারা। ম্যাচের বয়স যখন ৭৮ মিনিট তখন বেলজিয়ামের জার্সিতে বদলি খেলোয়াড় হিসেবে নেমেই ব্যবধান দ্বিগুণ করেন মিচি বাটশুয়াই। সেই রেশ কাটতে না কাটতেই ১ মিনিটের ব্যবধানেই দুর্দান্ত শটে গোল করেন চেলসির বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড। তারপরও থামেনি তাদের গোলÑউৎসব। হাঙ্গেরির বিপক্ষে শেষ পেরেকটি ঠুকে দেন দুর্দান্ত ফর্মে থাকা ইয়ানিক কারাস্কো। এর ফলে ৪-০ গোলের অনায়াস জয় নিয়েই শেষ আটে জায়গা করে নেয় বেলজিয়াম। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ এখন ওয়েলস। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিলিতে শুক্রবার গ্যারেথ বেলের দল ওয়েলসের মুখোমুখি হবে হ্যাজার্ড-কারাস্কোরা। ১৯৫৮ বিশ্বকাপের পর এবারই প্রথম ফুটবলের বড় কোন মঞ্চে খেলার সুযোগ পায় ওয়েলস। আর ফিরেই চমক দেখাল বেল-রামসেরা। তবে তাদের চমক কী কোয়ার্টার ফাইনালেও দেখা যাবে? সমর্থকদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×