ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিন্যান্স ও ব্যাংকিং

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৯, ২৮ জুন ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৯. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের জন্য অন্য কোনো প্রকল্পের অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে? ক) সুযোগ ব্যয় খ) প্রকল্প মূল্যায়ন গ) উৎপাদন ব্যয় ঘ) বিনিয়োগ ব্যয় ৩০. দৈনন্দিন খরচ নয়- র যন্ত্রপাতি ক্রয় রর বেতন প্রদান ররর ভাড়া প্রদান নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৩১. কোনটি অর্থায়নের সাফল্যের চাবিকাঠি? ক) মুনাফা অর্জন খ) প্রযুক্তিগত উন্নয়নে গ) মুলধন বাজেটিং ঘ) তথ্যসংক্রান্ত জ্ঞান ৩২. সরকারের কোষাগার হিসেবে কাজ করে কোন ব্যাংক? ক) বাণিজ্যিক ব্যাংক খ) কেন্দ্রীয় ব্যাংক গ) বিশেষায়িত ব্যাংক ঘ) অ-তালিকাভুক্ত ব্যাংক ৩৩. নিচের কোন প্রতিষ্ঠানটির অর্থায়নের ক্ষেত্রে কিছু ভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে? ক) কুটির শিল্প খ) ছোট প্রতিষ্ঠান গ) মাঝারি প্রতিষ্ঠান ঘ) কোম্পানি ৩৪. প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচ একত্র করলে কোনটি পাওয়া যায়? ক) মোট আয় খ) মোট মুনাফা গ) মোট আয়কর ঘ) মোট ব্যয় ৩৫. ব্যাংক মক্কেলের পক্ষে কী হিসেবে কাজ করে? ক) বিনিয়োগকারী খ) অছি গ) সাহায্যকারী ঘ) ব্যবস্থাপক ৩৬. কোন দশকে অর্থায়নের ক্ষেত্রে কম্পিউটারের যাত্রা শুরু হয়? ক) ১৯৪০ খ) ১৯৫০ গ) ১৯৬০ ঘ) ১৯৭০ ৩৭. জনাব আকাশ যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে সর্বনিম্ন পরিচালক ২ জন এবং সর্বোচ্চ ১৩ জন। জনাব আকাশ কোন কোম্পানিতে কর্মরত আছেন? ক) সমবায় সমিতিতে খ) অংশীদারি কোম্পানিতে গ) পাবলিক লি: কোম্পানিতে ঘ) প্রাইভেট লি: কোম্পানি ৩৮. নগদ অর্থ ও মুনাফার মাঝে সম্পর্ক কী রূপ? ক) সম্মখী খ) বিপরীতমুখী গ) শূন্য ঘ) অসীম ৩৯. একটা চেকে টাকার পরিমাণ কত বার লেখা হয়? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ ৪০. কোন ব্যাংক দেশে বিদ্যমান ব্যাংকিং আইনের আওতায় এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিসাপেক্ষে গঠিত হয়? ক) সমবায় ব্যাংক খ) কৃষি ব্যাংক গ) বিশেষায়িত ব্যাংক ঘ) বাণিজ্যিক ব্যাংক ৪১. হস্তান্তরযোগ্য ও হস্তান্তর অযোগ্য ঝুঁকির সমষ্টিকে কী বলে? ক) বাজার ঝুঁকি খ) খাঁটি ঝুঁকি গ) কর ঝুঁকি ঘ) মোট ঝুঁকি ৪২. অর্থায়ন প্রক্রিয়া কোন প্রতিষ্ঠানের জন্য অধিক গুরুত্বপূর্ণ? ক) ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য খ) অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য গ) সেবামূলক প্রতিষ্ঠানের জন্য ঘ) সকল প্রতিষ্ঠানের জন্য ৪৩. বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো- র. উত্থাপিত চেকের মর্যাদা প্রদান রর. বিনিময় বিলবাট্টাকরণ ররর. বিভিন্ন প্রকার বিনিময় মাধ্যম সৃষ্টি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৪. ব্যবসায় সম্প্রসারণের সাথে সম্পৃক্ত- র. নতুন মেশিন স্থাপন রর. উৎপাদন পদ্ধতি উন্নয়ন ররর. কাঁচামাল খরচ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. যদি প্রকল্প ‘খ’ এর পে-ব্যাক সময় ৪ বছর হয় তাহলে উভয় প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণযোগ্য? ক) প্রকল্প ‘ক’ খ) প্রকল্প ‘খ’ গ) উভয়ই ঘ) কোনোটিই নয় ৪৬. মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্যে গুরুত্বপূর্ণ? ক) প্রকল্প নির্বাচন খ) প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ গ) বিনিয়োগের লাভজনকতা নির্ণয় ঘ) প্রকল্পের মুনাফার হার নির্ণয় সঠিক উত্তর: ২৯. (ক) ৩০. (ক) ৩১. (গ) ৩২. (খ) ৩৩. (ঘ) ৩৪. (ঘ) ৩৫. (খ) ৩৬. (ঘ) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (খ) ৪০. (ঘ) ৪১. (ঘ) ৪২. (ঘ) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (ক) ৪৬. (ক)
×