ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গো-মূত্রে পাওয়া যাচ্ছে স্বর্ণ

প্রকাশিত: ১৯:৪০, ২৮ জুন ২০১৬

গো-মূত্রে পাওয়া যাচ্ছে স্বর্ণ

অনলাইন ডেস্ক॥ ভারতে যত রকমের গরু পাওয়া যায়, তার মধ্যে গির গরুর দুধের মান শ্রেষ্ঠ। এর মূল্য নাকি স্বর্ণের তুল্য। এমন মহামূল্যবান গরুর মূত্রে এবার সত্যিই পাওয়া গেল স্বর্ণের উপস্থিতি। চার বছরের অক্লান্ত গবেষণার পরে এমন তথ্যই হাতে এসেছে ভারতের উড়িষ্যা রাজ্যের জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হাতে। ৪০০ গির গোরুর মূত্রের নমুনা পরীক্ষা করানো হয়েছিল বিশ্ববিদ্যালয়টির ফুড টেস্টিং ল্যাবোরেটরিতে। সেখানেই দেখা গেছে এক লিটার মূত্রে ৩ থেকে ১০ মিলিগ্রাম পর্যন্ত স্বর্ণ রয়েছে। আয়নিক ফর্ম অর্থাত্‍‌ গরুর প্রস্রাবে গোল্ড সল্ট সলিউবল হয়ে মিশে রয়েছে স্বর্ণ। জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনলজি বিভাগের প্রধান ড. বি এ গোলাকিয়ার নেতৃত্বে এক দল গবেষক এই নিয়ে কাজ করেছেন। গরুর প্রস্রাব পরীক্ষা করতে তারা ব্যবহার করেছেন গ্যাস ক্রোমাটোগ্রাফি মাস স্পেকট্রোমেট্রি। ড. বি এ গোলাকিয়া জানিয়েছেন গো-মূত্র থেকে স্বর্ণ বের করা সম্ভব এবং তাকে রাসায়নিক পদার্থের সাহায্যে তা ঘনীভূত করাও সম্ভব।
×