ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাভেল্লা হত্যার অভিযোগপত্রে কাইয়ুমসহ আসামি ৭

প্রকাশিত: ২০:০৫, ২৮ জুন ২০১৬

তাভেল্লা হত্যার অভিযোগপত্রে কাইয়ুমসহ আসামি ৭

অনলাইন রিপোর্টার॥ ইতালির নাগরিক সিজার তাভেলা হত্যায় বিএনপি নেতা এমএ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে মগানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান। তিনি জানান, ডিবির পক্ষ থেকে সোমবার আদালতে অভিযোগপত্রটি জমা দেয়া হয়েছে। আসামিরা হলেন কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল, শাখাওয়াত হোসেন এবং ভাঙারি সোহেল। এদের মধ্যে সোহেল ছাড়া অন্য সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে কয়েকটি সূত্রে জানা গেছে। সাত আসামির মধ্যে তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত ইতিমধ্যেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই চারজন ও মতিন কারাগারে আছেন। কাইয়ুম ও ভাঙারি সোহেল পলাতক রয়েছেন। উল্লেখ্য, গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজারকে গুলি করে হত্যা করা হয়। এরপর ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক এক ওয়েবসাইটে দাবি করা হয়।
×