ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করিমগঞ্জে পানিবন্দি হাজারো মানুষ

প্রকাশিত: ২০:২৯, ২৮ জুন ২০১৬

করিমগঞ্জে পানিবন্দি হাজারো মানুষ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া গ্রামের শতাধিক পরিবারের লোকজন পানিবন্দি অবস্থায় প্রায় এক মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় কয়েক প্রভাবশালী অবৈধভাবে পানি নিস্কাশনের শত বছরের রাস্তা (খালের নালা) বন্ধ করে দেওয়ায় এ দূরাবস্থার সৃষ্টি হয়েছে। সরকারী সম্পত্তিসহ খাল জবরদখল করে স্থায়ী ইমারত (পাকা দোকানপাট) গড়ে তোলায় জলপ্রবাহ বন্ধ হওয়ায় পূর্ব পিটুয়া দশানিপাড়া গ্রামের পানিবন্দি শতাধিক পরিবারসহ আশপাশের হাজারো মানুষের দুর্ভোগ এখন চরমে পৌঁছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মুরগীর খামার, ফসলি জমি ও গবাদিপশুর খাবার। রান্না ঘরে পানি উঠায় অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র থাকতে বাধ্য হচ্ছেন। পরিত্রাণ পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পানিবন্দি লোকজন। কিন্তু খাল দখলকারীরা শক্তিশালী হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হিমসিম খেতে হচ্ছে বলে জানা গেছে। কাদিরজঙ্গল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান জানান, স্থানীয় গণ্যমান্য লোকদের নিয়ে তিনি পানির রাস্তা চালুর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এলাকাবাসীর দুর্ভোগ দূর করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
×