ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাদক ব্যবসায়ী কর্তৃক বরিশালের দু’সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ২২:২৫, ২৮ জুন ২০১৬

মাদক ব্যবসায়ী কর্তৃক বরিশালের দু’সাংবাদিককে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও প্রকাশিত সংবাদের জেরধরে বরিশালের গৌরনদীতে কর্মরত দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন দুই মাদক ব্যবসায়ী। এ ঘটনায় সোমবার রাতে থানায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি থানার এসআই নজরুল ইসলাম উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামে অভিযান চালিয়ে কালু মীরের পুত্র সাইফুল ইসলামকে (৩৫) ইয়াবাসহ আটক করেন। আটক হওয়ার ঘটনায় স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হকের হাত রয়েছে সন্দেহে আটকের পর মুক্ত হওয়ায় মাদক ব্যবসায়ী সাইফুল ও তার সহযোগী রুমন খান সাংবাদিক নকিবুলকে সোমবার বিকেলে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। অপর সাংবাদিক মীর শামীম তার জিডিতে উল্লে¬খ করেন, গত ২১ জুন “গৌরনদীর সরিকলের ইয়াবা ব্যবসায়ী সিহাবের খুঁটির জোর কোথায়” শিরোনামে প্রকাশিত সংবাদের জেরধরে মাদক ব্যবসায়ী সিহাব ও তার সহযোগী পলাশ খলিফা, জসিম হাওলাদার, সোহাগ সরদার তাকে অশ্ল¬ীল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। দুই সাংবাদিকের জিডি সম্পর্কে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, জিডি নথিভূক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
×