ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ড্রেজারসহ আটক ৪১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০০:১৬, ২৮ জুন ২০১৬

মুন্সীগঞ্জে ড্রেজারসহ আটক ৪১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে ভ্রাম্যমান আদালত অবৈধ বালু কাটার অপরাধে মঙ্গলবার দুটি ড্রেজার জব্দ করেছে। এ সময় ৪ জনকে এ অবৈধ কাজের সাথে জড়িত থাকার অপরাধে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কশিশনার (ভূমি) আবুল কালাম জানিয়েছেন, লৌহজং-শ্রীনগর খালের গোয়ালী মান্দ্রা এলাকায় দীর্ঘ দিন ধরে অবৈধভাবে জ্রেজিং করে আসছিল একটি বালুদশ্য মহল। এতে এক দিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছিল অপর দিকে ছোট এই খালে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে আশে পাশের বাড়ি ঘর ও জমিজমা ভাঙনের মুখে পড়ায় এলাকাাসী আতঙ্কিত ছিল। দুপুরে ভ্রাম্যমান আদালত চালিয়ে দুটি ড্রেজার জব্দসহ চার জনকে আটক করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তাদেরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আটককৃতরা হচ্ছে মো. ইনছুর ছেলে মো. আমরান (২৬), আবু বকর মোড়লের পুত্র মো. শফিক, ছত্তর মোল্লার ছেলে মো. রবিন, ও নাদের মোল্লার ছেলে মো. সুমন মোল্লা। তাদের সকলের বাড়ী সালতা উপজেলার কিত্তা গ্রামে। এদিকে তালতলা-গৌরগঞ্জ খালে ড্রেজিংয়ের নামে মাটি বিক্রি করার হিরিক পরেছে।
×