ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্যানারি মালিকদের জরিমানার আদেশ স্থগিত

প্রকাশিত: ০০:৩৮, ২৮ জুন ২০১৬

ট্যানারি মালিকদের জরিমানার আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করা পর্যন্ত ১৫৪ ট্যানারি মালিককে প্রতিদিন জরিমানা হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জমা দেয়ার হাইকোর্টের আদেশ আগামী ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন আপীল বিভাগের চেম্বার বিচারপতি। একইসঙ্গে আগামী ১৭ জুলাই ট্যানারি শিল্প মালিকদের জরিমানার আদেশ সংক্রান্ত আপীল আবেদনের উপর সুপ্রীমকোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। মঙ্গলবার এক আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন। এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০১ সালে ট্যানারি শিল্প ঢাকার হাজারীবাগ থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানিতে গত ১৬ জুন মালিকদের জরিমানা করে আদেশ দেন হাইকোর্ট। সোমবার (২৭ জুন) আদালতে নির্দেশ পালন না করায় ১৫৪ ট্যানারি প্রতিষ্ঠানকে প্রতিদিন ৫০ হাজার টাকা জরিমানার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে মালিকপক্ষ।
×