ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার খাতের শতভাগ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০০:৩৯, ২৮ জুন ২০১৬

চার খাতের শতভাগ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবারে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চারটি খাতে থাকা শতভাগ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এই খাতগুলো হল: সিমেন্ট, কাগজ ও মুদ্রণ, টেলিকমিউনিকেশন এবং ভ্রমণ ও অবকাশ। এর মধ্যে সোমবারও টেলিকমিউনিকেশন এবং ভ্রমণ ও অবকাশ খাতে শতভাগ দরবৃদ্ধিতে ছিল। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সিমেন্ট খাতে থাকা সাতটি কোম্পানির মধ্যে, আরামিট সিমেন্টের দর বেড়েছে ১.৬০ টাকা, কনফিডেন্স সিমেন্টের ০.৮০ টাকা, হাইডেলবার্গ সিমেন্টের ০.৬০ টাকা, লাফার্জ সুরমার ১ টাকা, মেঘনা সিমেন্টের ০.৬০ টাকা, এমআই সিমেন্টের ১ টাকা এবং প্রিমিয়ার সিমেন্টের শেয়ার দর বেড়েছে ০.১০ টাকা। কাগজ ও মুদ্রণ খাতের হাক্কানী পাল্পের দর বেড়েছে ০.৪০ টাকা এবং খুলনা প্রিন্টিংয়ের ০.২০ টাকা। টেলিকমিউনিকেশন খাতে থাকা ২টি কোম্পানির মধ্যে সাবমেরিন ক্যাবলের দর বেড়েছে ১.৬০ টাকা এবং গ্রামীণ ফোনের দর বেড়েছে ২৫২ টাকা। এবং ভ্রমণ ও অবকাশ খাতে থাকা ৪টি কোম্পনির মধ্যে পেনিনসুলা’র দর বেড়েছে ০.১০ টাকা, ইউনিক হোটেলের ০.৬০ টাকা, ইউনাইটেড এয়ারের দর বেড়েছে ০.১০ টাকা এবং বিডি সার্ভিসের কোন শেয়ার লেনদেন হয়নি।
×