ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় নাইটক্লাবে পেট্রলবোমা, আহত ৬

প্রকাশিত: ১৮:৫৯, ২৯ জুন ২০১৬

মালয়েশিয়ায় নাইটক্লাবে পেট্রলবোমা, আহত ৬

অনলাইন ডেস্ক॥ মালয়েশিয়ার পুচংয়ের একটি নাইটক্লাবে পেট্রলবোমা হামলায় ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। ব্যবসা-সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। সেলাঙ্গর পুলিশের উপপ্রধান দাতুক আবদুল রহিম জাফর জানান, ক্লাব থেকে ছয়জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, হামলাকারী ওই নাইটক্লাবের বিশেষ যুগলকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। ২০১৪ সালে একই ধরনের এক হামলায় মালয়েশিয়ার এক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে সিঙ্গাপুর, থাই ও চীনের পর্যটক ছিল। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর আশপাশের এলাকা থেকে সব ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) ফুটেজ দেখে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে।
×