ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে নীলফামারীতে প্রস্তুতি সভা

প্রকাশিত: ২০:৩২, ২৯ জুন ২০১৬

পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে নীলফামারীতে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে স্থানীয় কর্মসূচী প্রনয়নের লক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জাকির হেসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ, জে, এম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আনোয়ার ইনাম, নীলফামারী জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু নীলফামারী বড় মসজিদের ঈমান মওলানা খন্দকার আশরাফুল ইসলাম, কোট মসজিদের ঈমাম মওলানা একরামুল হক সহ বিভিন্ন ঈদগা মাঠের ঈমামগণ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত মতে ঈদুল ফিতরের প্রধান জামায়াত জেলার কেন্দ্রীয় ঈদগা মাছ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এর আগে জেলা পুলিশ লাইন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া জেলা শহরের সার্কিট হাউজ ঈদগাহ, কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগাহ ও বাড়াইপাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টা ১৫ মিনিটে ও কলেজ স্টেশন ঈদগাহ, গাছবাড়ি পঞ্চপুকুর পাড়া ঈদগাহ এবং জোড়দরগাঁ ঈদগাহ জেলা কারাগারের অভ্যান্তরে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
×