ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গফরগাঁয়ে ১৫ হাজার সামাজিক সুরক্ষা ভোগীরা ভাতা পাচ্ছে না

প্রকাশিত: ২২:২৩, ২৯ জুন ২০১৬

গফরগাঁয়ে ১৫ হাজার সামাজিক সুরক্ষা ভোগীরা ভাতা পাচ্ছে না

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহে গফরগাঁও উপজেলায় ব্যাংক কর্মকর্তাদের অসহযোগীতায় সামাজিক নিরাপত্তায় কর্মসূচি আওতায় (বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা) থাকায় সুবিধা ভোগীদের ভাতা ঈদের আগে পাওনা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। গফরগাঁও সমাজ সেবা কার্যলয় সূত্রে জানা গেছে উপজেলার মোট ১৫ হাজার ২ শ ৮৭ জন ভাতাভোগী রয়েছে এর মধ্যে ১০ হাজার ১শ ৬ জন বয়স্ক, ১ হাজার ৯শ ৪১ জন অস্বচ্ছল প্রতিবন্ধী রয়েছে, ৩ হাজার ১শ ২৭ জন বিধবা, ৯২ জন শিক্ষা প্রতিবন্ধী ৬ জন হিজরা, দলিত ১৫ জন সহ মোট ১৫ হাজারের উপরে সরকারের গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতা পাচ্ছেন। এ ব্যপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন বলেল, ব্যাংক কেন ভাতা দিচ্ছে না তা আমাদের জানা নেই, তবে ঈদের আগে ভাতা বিতরণনের চিন্তা মাথায় রেখে সরকার জুন মাসের অর্থ ছাড় দিলেও স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের অসহযোগীতার কারণে ঈদের আগে ভাতা উত্তোলেনের করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ব্যপারে বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সাথে কথা বললে তাদের কেউ ঈদের আগে ভাতা প্রদানের নিশ্চয়তা দিতে পারেননি। কৃষি ব্যাংক গয়েশপুর শাখা ব্যবস্থাপক মোসলেম উদ্দিন বলেন, উপজেলা থেকে গত তিন মাসের বয়স্ক ভাতার কাগজ পাঠাতে দেরি হওয়ায় বরাদ্দ আসতে দেরি হচ্ছে। অগ্রণী ব্যাংক, গফরগাঁও শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, বরাদ্দ না আসায় সামাজিক সুরক্ষায় কোন ভাতাই আমরা প্রদান করতে পারছি না তবে সোনালী ব্যাংক, গফরগাঁও শাখায় ববস্থাপক ওমর আলী বলেন, জুন ক্লোজিন, জনবল সংকট বিভিন্ন পেনশন প্রদানের চাপ উপজেলার সকল ২০১৫-১৬ অর্থ বছরের বিল প্রদান ও ব্যাংকিংএর প্রতিদিনের কাজের চাপে কারণেই সমাজিক সুরক্ষা বিভিন্ন ভাতা ঈদের আগে দেওয়া সম্ভব হচ্ছে না।
×