ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্যহাতির আক্রমণে নিহতদের পরিবারে অনুদান

প্রকাশিত: ২২:৫৩, ২৯ জুন ২০১৬

বন্যহাতির আক্রমণে নিহতদের পরিবারে অনুদান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের রামু রাজারকুল পাহাড়ি অঞ্চলে বন্য হাতির আক্রমণে পৃথকভাবে নিহত দু’পরিবারের কাছে আর্থিক অনুদান দেয়া হয়েছে। আজ বুধবার কক্সাজার দক্ষিণ বন বিবাগের অধীনে চেক গুলো বিতরণ করেন রামুর ইউএনও বেগম সেলিনা কাজী। তিনি তার কার্যালয়ে নিহতদের স্বজনদের কাছে এ চেক হস্তান্তর করেন। ওসময় উপস্থিত ছিলেন দক্ষিণ বন বিভাগের সহকারি বন সংরক্ষক (রাজারকুল) মো: সোহেল রানা, রেঞ্জার মো: আমীর হামজা, নিহত মো: হোসেনের প্রতিনিধি মো: ইলিয়াছ প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে নিহত মো: হোসেনের স্ত্রী মোস্তাফা বেগম ও মোজাফ্ফর আহমদের স্ত্রী আমীর খাতুন চেক গ্রহন করেন।
×