ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদে ‘চটপটি’ চলচ্চিত্রের গান ইউটিউবে

প্রকাশিত: ০৩:৪৯, ৩০ জুন ২০১৬

ঈদে ‘চটপটি’ চলচ্চিত্রের গান ইউটিউবে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মেহগনির ব্যানারে ইউটিউবে রিলিজ হলো ‘চটপটি’ চলচ্চিত্রের ৮টি গান নিয়ে অডিও এ্যালবাম এবং তিনটি ভিডিচিত্র। প্রযোজনা প্রতিষ্ঠান ছায়ালোক মিডিয়া স্টেশনের প্রথম প্রযোজিত বানিজ্যিক ধারার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চটপটি’র শ্যূটিং চলছে। ইতোমধ্যে চলচ্চিত্রটির ষাট ভাগ কাজ হয়েছে। চলচ্চিত্রের কাহিনী,সংলাপ, চিত্রনাট্য, গীত ও পরিচালনা করেছেন কবি ও অভিনেতা তারেক মাহমুদ। গ্রাম থেকে আসা এক যুবকের গায়ক হয়ে ওঠার বাস্তবতা আর এক বারডান্সারের সঙ্গে এক অন্ধ যুবকের সংসারের গল্প নিয়েই এই চলচ্চিত্র এগিয়েছে। এই চলচ্চিত্রে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নীরব খান, জারা ও চমক তারা । এতে প্রথমবারের মতো অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেন প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক ইমরুল শাহেদ। আরও অভিনয় করেছেন আফফান মিতুল, জিনান, লিজা খানম, শিখা কর্মকার, আশিক দেওয়ান, দিলু, কিরন মামা, আশিকুর রহমান পলাশ, মিজানুর রহমান, সাজু আহমেদ, শিরিন, স্মৃতি প্রমুখ। চলচ্চিত্রের চিত্রগ্রাহক তপন আহমেদ। সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ, আদিত্য সন্ন্যাসী, মীর হাসান স্বপন, অমিত কর এবং মাসুম। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন মাহমুদ জুয়েল, পাপড়ি, প্রিয়াংকা গোপ, শিমুল খান, মাসুম, নাসরিন, অমিত কর,আইরিন রায়, আদিত্য সন্ন্যাসী, নুরুল আলম,হিটু এমদাদ এবং তারেক মাহমুদ। প্রযোজনা সূত্রে জানা গেছে এ বছরের ডিসেম্বর মাসে চলচ্চিত্রটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
×