ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংকের অসহযোগিতা

গফরগাঁওয়ে ১৫ হাজার সুবিধাভোগী ঈদের আগে ভাতা পাচ্ছে না

প্রকাশিত: ০৪:০৬, ৩০ জুন ২০১৬

গফরগাঁওয়ে ১৫ হাজার সুবিধাভোগী ঈদের আগে ভাতা পাচ্ছে না

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ২৯ জুন ॥ ময়মনসিংহে গফরগাঁও উপজেলায় ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সুবিধাভোগীদের ভাতা ঈদের আগে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গফরগাঁও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে মোট ১৫ হাজার ২শ’ ৮৭ ভাতাভোগী রয়েছে এর মধ্যে ১০ হাজার একশ ৬ বয়স্ক, এক হাজার ৯শ’ ৪১ অসচ্ছল প্রতিবন্ধী রয়েছে, তিন হাজার একশ ২৭ বিধবা, ৯২ শিক্ষা প্রতিবন্ধী, ৬ হিজরা, দলিত ১৫সহ মোট ১৫ হাজারের উপরে সরকারের গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে ভাতা পাচ্ছে। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ব্যাংক কেন ভাতা দিচ্ছে না তা আমাদের জানা নেই, তবে ঈদের আগে ভাতা বিতরণনের চিন্তা মাথায় রেখে সরকার জুন মাসের অর্থ ছাড় দিলেও স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতার কারণে ঈদের আগে ভাতা উত্তোলেনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ব্যাপারে বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে কথা বললে তাদের কেউ ঈদের আগে ভাতা প্রদানের নিশ্চয়তা দিতে পারেননি। কৃষি ব্যাংক গয়েশপুর শাখা ব্যবস্থাপক মোসলেম উদ্দিন বলেন, উপজেলা থেকে গত তিন মাসের বয়স্ক ভাতার কাগজ পাঠাতে দেরি হওয়ায় বরাদ্দ আসতে দেরি হচ্ছে। অগ্রণী ব্যাংক, গফরগাঁও শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, বরাদ্দ না আসায় সামাজিক সুরক্ষায় কোন ভাতাই প্রদান করতে পারছি না তবে সোনালী ব্যাংক, গফরগাঁও শাখায় ববস্থাপক ওমর আলী বলেন, জুন ক্লোজিং, জনবল সঙ্কট পেনশন প্রদানের চাপ উপজেলার সকল ২০১৫-১৬ অর্থবছরের বিল প্রদান ও ব্যাংকিংয়ের প্রতিদিনের কাজের চাপে কারণেই সমাজিক সুরক্ষা বিভিন্ন ভাতা ঈদের আগে দেয়া সম্ভব হচ্ছে না। ঈদে উত্তরাঞ্চল থেকে বিশেষ ট্রেন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ঈদ উপলক্ষে যাত্রীদের ভ্রমণ সুবিধা বৃদ্ধিকল্পে পশ্চিমাঞ্চল রেলের পক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য বিভিন্ন রুটে বিশেষ ট্রেন সার্ভিসের পাশাপাশি প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ১৭ জুলাই পর্যন্ত এ ট্রেনগুলোতে এ ব্যবস্থা রাখা হয়েছে। বুধবার সকালে পশ্চিমাঞ্চল রেলের একটি সূত্র জানায়, পার্বতীপুর-ঢাকা রেলপথে এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন দেয়া হয়েছে। আগামী ৩ জুলাই থেকে ওই ট্রেন ঈদ-উল-ফিতরে ঘরমুখী যাত্রী পরিবহন শুরু করবে। ঈদ স্পেশাল-১ ও ঈদ স্পেশাল-২ ট্রেনটির আসন সংখ্যা ৭৫৬। এর মধ্যে প্রথম শ্রেণীর আসন ২৪টি, বাকিগুলো শোভন শ্রেণীর।
×