ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেবে যাচ্ছে বেজিং

প্রকাশিত: ০৬:০৮, ৩০ জুন ২০১৬

দেবে যাচ্ছে বেজিং

আশঙ্কাজনক মাত্রায় দেবে যাচ্ছে চীনের রাজধানী বেজিং। নগরীর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে দালানকোঠা ও যোগাযোগ অবকাঠামো পড়ছে ঝুঁকির মুখে। সম্প্রতি রিমোট সেন্সিং সাময়িকীতে প্রকাশিত সমীক্ষার ফলে বলা হয়েছে, বেজিংয়ের ভূমি বছরে চার ইঞ্চি করে বসে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াই ভূমি দেবে যাওয়ার কারণ বলে সমীক্ষায় বলা হয়েছে। দৈনন্দিন গৃহস্থালী প্রয়োজন, শিল্প ও কৃষিকাজের জন্য ব্যাপকভাবে ভূঅভ্যন্তরস্থ পানি ব্যবহার করার ফলে এ সমস্যা তৈরি হয়েছে। দুই কোটির বেশি জনঅধ্যুষিত বেজিংয়ে জনপ্রতি পানির চাহিদা যেমন বাড়ছে তেমনি শিল্পায়ন ও নিত্যনতুন অবকাঠামো নির্মাণ নগরীর ভূমির ওপর বাড়িয়ে চলেছে চাপ। নগরীর বার্ষিক পানির চাহিদা ১২ ট্রিলিয়ন গ্যালন। পানির স্তর যেন আর নিচে নেমে না যায় সেজন্য কর্তৃপক্ষ এখন খাল ও কূপ খননের মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০০৩ থেকে ’১১ সাল পর্যন্ত স্যাটেলাইট ও গ্লোবাল পজিশনিং সেন্সর থেকে পাওয়া তথ্য অবলম্বনে চীন, স্পেন ও জার্মানির গবেষকরা সমীক্ষাটি পরিচালনা করেন।-হাফিংটন পোস্ট।
×