ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালবাগে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষকালে রিক্সাচালক গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৭:৪৭, ৩০ জুন ২০১৬

লালবাগে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষকালে রিক্সাচালক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ লালবাগের পোস্তায় আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন আবদুর রহমান নামে এক রিক্সাচালক। বুধবার বিকেলে দেলোয়ার মিয়ার সমর্থকদের সঙ্গে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন অনুসারীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন আবদুর রহমান (২০)। আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলির সময় যাত্রী নামিয়ে দেয়ার সময় বাঁ উরুতে গুলিবিদ্ধ হন রহমান। ছুরিকাঘাতে যুবক হত ॥ রাজধানীর ভাটারার সাঈদনগর বালুর মাঠে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জাহাঙ্গীর (৩০) নামে এক যুবক নিহত এবং লালবাগে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে এক রিক্সাচালক আহত হয়েছেন। মঙ্গলবার নিহত জাহাঙ্গীর একটি ওয়ার্কশপে কাজ করত। জাহাঙ্গীর কিশোরগঞ্জের ইটনা উপজেলার পাঞ্জু মিয়ার ছেলে। থাকত নূরেরচালায় একটি ভাড়া বাসায়। বাড্ডা থানার ওসি নুরুল মুত্তাকিন জানান, এ ঘটনায় আলম, রুহুল ও ইনামুল নামে তিন যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে বুধবার বিকেলে লালবাগের পোস্তা এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েছেন আব্দুর রহমান (২০) নামে এক রিক্সাচালক। দুই দল যুবকের গোলাগুলি সময় আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়। গোলাগুলির সঙ্গে জড়িতরা ক্ষমতাসীন দলের লোকজন। তবে কী কারণে গোলাগুলি হয়েছে তা জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন লালবাগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার।
×