ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেশবপুরে মসজিদের এবং অন্যের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মান

প্রকাশিত: ২০:১০, ৩০ জুন ২০১৬

কেশবপুরে মসজিদের এবং অন্যের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মান

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক সোহবান গাজী ওরফে সোহবান পেশকার মসজিদের এবং অন্যের জমির ওপর দিয়ে জোরপূর্বক তার বাড়িতে যাবার রাস্তা নির্মানের চেষ্টা করছেন। উক্ত জমির ওপর আদালতের ১৪৪ ধারা জারি করা হলেও সরকার দলীয় ক্ষমতার দাপটে তিনি নানা প্রকার ভয়ভীতি দেখিয়ে রাস্তা নির্মানের চেষ্টা অব্যাহত রেখেছেন। পৌর মেয়রের আতœীয়তার সুযোগ নিয়ে তিনি ওই জমির ওপর দিয়ে পৌর সভা থেকে রাস্তা নির্মানের টেন্ডার করিয়ে নিয়ে নিজের বাড়ি যাবার পাকা রাস্তা নির্মানের পায়তারা করছেন। মসজিদের জমি ও ব্যক্তি মালিকাধীন জমি জবর দখল করে নিজ স্বার্থ হাসিলের চেষ্টা করায় মসজিদের সুসল্লিসহ এলাকাবাসির মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্থরা এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়রসহ বিভিন্ন সরকারি দপ্তরে রাস্তা নির্মান বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাদির মামলার প্রেক্ষিতে আদলত ওই জমির ওপর দু’দফা ১৪৪ ধারা জারি করেছে।
×