ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে দু'হাজারের বেশি নিবন্ধিত সিম উদ্ধার

প্রকাশিত: ২০:১৬, ৩০ জুন ২০১৬

ময়মনসিংহে দু'হাজারের বেশি নিবন্ধিত সিম উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের ময়মনসিংহ জেলা সদরের একটি বাড়ি থেকে দু হাজারের বেশি মোবাইল সিম ও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশ বলছে এসব সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা এবং এগুলো ভিওআইপিতে ব্যবহার করা হচ্ছিলো। পুলিশের দাবি অন্যদের আঙ্গুলের ছাপ নিয়ে জালিয়াতি করে এসব সিম নিবন্ধন করা হয়েছে। শহরের সানকিপাড়ায় একটি মার্কেটের পেছনে ছয়তলা বাড়ির পাঁচতলার একটি ফ্লাট থেকে এগুলো উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনন্দ মোহন কলেজের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী সহ তিনজনকে আটক করা হয়েছে। এর আগে বুধবার ঢাকায় মোবাইল সিম জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটকের পর বাংলাদেশের পুলিশ বলছে, জালিয়াতির মাধ্যমে অন্যের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে হাজার হাজার মোবাইল সিম নিবন্ধন করে বিক্রি করা হচ্ছে। পুলিশ বলছে এসব সিম প্রিঅ্যাকটিভেটেড হিসাবে খুচরা দোকানে বেশি দামে বিক্রি করা হচ্ছে। যেকেউ কিনেই এসব নম্বর ব্যবহার করতে পারেন। সূত্র : বিবিসি বাংলা
×