ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএসএফের ছয় মাসে কোটি রুপির জালনোট উদ্ধার

প্রকাশিত: ২০:২৮, ৩০ জুন ২০১৬

বিএসএফের ছয় মাসে কোটি রুপির জালনোট উদ্ধার

অনলাইন রিপোর্টার॥ গত ছয় মাসে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৮ লাখ ১৫ হাজার জাল রুপি উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই সময় জাল রুপি পাচার চেষ্টার অপরাধে আট চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিএসএফয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারতের অর্থনীতিতে নকল রুপি এক বড় সমস্যার কারণ। এ নিয়ে ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন। বিভিন্নভাবে ভারতে নকল রুপি সমস্যার সমাধানের চেষ্টা করছে দেশটির সরকার। এর অন্যতম পদক্ষেপ সীমান্ত এলাকায় কড়া নজরদারি।
×