ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে ছিন্নমূল শিশুদের ঈদ পোষাক ও মেধাবীদের বই বিতরণ

প্রকাশিত: ২০:৫১, ৩০ জুন ২০১৬

লক্ষ্মীপুরে ছিন্নমূল শিশুদের ঈদ পোষাক ও মেধাবীদের বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে ছিন্নমূল পথশিশুদের ঈদ পোষাক ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে রায়পুর উপজেলা পরিষদ মিলনাতয়নে তিনি এ ঈদ পোষাক ও বই বিতরণ করেন। অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন রায়পুর ফেন্ডস ফোরামের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। রায়পুর ফেন্ডস ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, পৌরসভার মেয়র ইসমাইল খোকন, বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন, ফেন্ডস ফোরামের সংগঠক আবদুর রহমান তুহিন ও ওয়াহিদুর রহমান মুরাদ প্রমুখ। আয়োজকরা জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে ছিন্নমূল ৫০ পথশিশুকে ঈদ পোষাক ও মাধ্যমিক স্তরের মেধাবী অস্বচ্ছল ৩৪ শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এ সময় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
×