ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টার্মিনালমুখী মানুষের ভীড়

প্রকাশিত: ২৩:৩৭, ৩০ জুন ২০১৬

টার্মিনালমুখী মানুষের ভীড়

স্টাফ রিপোর্টার ॥ প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। এবারের ঈদ উপলক্ষে সরকারী কর্মকর্তা কর্মচারীদের পোয়াবারো। টানা নয় দিনের ছুটি। এই হিসেবে বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। সকাল থেকে রাজধানীর অফিসপাড়ায় মানুষের ভীড় ছিল ছিল না। পায়ে পায়ে মানুষের স্রোত টার্মিনাল মুখি। বাস, লঞ্চ থেকে শুরু করে কমলাপুর রেল স্টেশনে বিপুল পমিাণ মানুষের ভীড় লক্ষ করা গেছে। যে যেভাবে পারছেন যাচ্ছেন নিজ গন্তব্যে। বাসের ছাদে ওঠে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। শুক্রবার সকাল থেকে ট্রেনের ঈদ সার্ভিসের যাত্রা শুরু হচ্ছে। অর্থাত যারা অগ্রিম টিকেট সংগ্রহ করেছিলেন তারা বাড়ি ফিরবেন। তেমনি অগ্রিম টিকেট দেয়া লঞ্চ ও বাসের যাত্রাও শুক্রবার সকাল থেকে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকেই টার্মিনাল গুলোতে যাত্রীদের ভীড় বেড়েছে অনেক। চার জুলাই গার্মেন্টস ছুটির পর ভীড় কিছুটা বাড়বে। তবে ছুটি বেশি হওয়ার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর একসঙ্গে যাত্রীদের চাপ সৃষ্টি হওয়ার সম্ভবনা নেই।
×