ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঋণ অনিয়মে অপসারিত অগ্রণীর এমডি

প্রকাশিত: ০২:১৪, ৩০ জুন ২০১৬

ঋণ অনিয়মে অপসারিত অগ্রণীর এমডি

অথনৈতিক রিপোর্টার ॥ ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ ওঠার পর রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকে পাঠানো হয়। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত বলেন, “এমডিকে অপসারণ সংক্রান্ত চিঠি পেয়েছি। ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়েছে।” ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণে অনিয়ম পাওয়ায় বাংলাদেশ ব্যাংক এমডি হামিদকে অপসারণের নির্দেশনা দেয় বলে জায়েদ বখত জানান। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কমিটি এ বিষয়ে সুপারিশ করলে গভর্নর ফজলে করিব বুধবার বিকালে অপসারণের ফাইল অনুমোদন করেন। এরপর বৃহস্পতিবার সকালে চিঠি যায় অগ্রণী ব্যাংকে। মুন গ্রুপের ঋণ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এর আগে গত জানুয়ারিতে অগ্রণীর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তখন মিজানুরকে ব্যাংকের নিয়মিত কাজের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
×