ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দরপতনের শীর্ষে ড্রাগন সোয়েটার

প্রকাশিত: ০৪:২৬, ১ জুলাই ২০১৬

দরপতনের শীর্ষে ড্রাগন সোয়েটার

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দরপতনের শীর্ষে রয়েছে ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেড। শেয়ারটির ৭০ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ দর কমেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি দিনটিতে সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ৯০ পয়সা দরে। কোম্পানিটি এক হাজার ৯৬১ বারে ৪৮ লাখ ৩৪ হাজার ৪৬৬টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের দর কমেছে ৩০ পয়সা বা ২ দশমিক ৪৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা দরে। এদিন কোম্পানিটি ১ হাজার ৫৫৩ বারে ৫৯ লাখ ৯ হাজার ৯৭১টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স। এই শেয়ারটির দর কমেছে ৫০ পয়সা বা ৩ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি ১৩ বারে ১১ হাজার ১৪৩টি শেয়ার লেনদেন করে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার, মুন্নু জুট স্ট্যাফলার্স, বিআইএফসি, অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড, আজিজ পাইপস, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড ও রহিমা ফুড।
×