ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রাকভর্তি চাল লুটে নিয়ে চালক হত্যা ॥ ১০ ডাকাতের ফাঁসি

প্রকাশিত: ০৬:০৭, ১ জুলাই ২০১৬

ট্রাকভর্তি চাল লুটে নিয়ে চালক হত্যা ॥ ১০ ডাকাতের ফাঁসি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুরে ট্রাক চালককে হত্যা করে চাল লুটের পৃথক দুটি মামলার রায় প্রদান করা হয়েছে। মামলায় ট্রাক চালককে হত্যা ঘটনায় ১০ ডাকাতের ফাঁসি এবং চাল লুটের অপর মামলায় উক্ত দশজনের আমৃত্যু কারাদ- প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান এ আদেশ দেন। চালসহ ট্রাক লুটের ঘটনায় ২০০৬ সালের ২৮ মার্চ রাতে তারাগঞ্জ থানায় চাল লুটের মামলা করেন ট্রাকের মালিক হারান চন্দ্র। এছাড়া ট্রাক চালক পরেশকে হত্যার ঘটনায় পরদিন ২০০৬ সালের ২৯ মার্চ বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার রায় প্রদানের সময় আদালতে উল্লেখিত তিন জন আবুল বাশার (৪০), চান্দু মৃধা (৩০) ও সোবহান শিকদার (২৭) উপস্থিত ছিলেন। দুই মামলার অপর সাত আসামি পটুয়াখালীর সহিদ, অহিদ, নজরুল ইসলাম সুমন, বরগুনার জসিম, খাগড়াছড়ির মানিক, রংপুরের শাহিন ও বাবুল হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। দীর্ঘদিন মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে হত্যা মামলায় রায়ে দশ ডাকাতের ফাঁসির ও চাল লুটের মামলায় উক্ত ১০ জনকে আমৃত্যু কারাদ-ের রায়ও ঘোষণা করেন বিচারক।
×