ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর উদ্যোগ

কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস পেল ৪০ প্রতিবন্ধী শিশু

প্রকাশিত: ০৬:২৬, ১ জুলাই ২০১৬

কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস পেল ৪০ প্রতিবন্ধী শিশু

স্টাফ রিপোর্টার ॥ সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী চল্লিশ শিশু বুঝে পেল কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস। এ ধরনের প্রতিটি ডিভাইসের মূল্য প্রায় দশ লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন হলে নামমাত্র মূল্যে ডিভাইসসমূহ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রাম ইন বিএসএমএমইউর (২য় পর্যায়) উদ্যোগে সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য আয়োজিত কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দপত্র প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা সম্পূর্ণ বিনা খরচে এসব ডিভাইস জটিল সার্জারির মাধ্যমে ইমপ্লান্ট করে দেবেন এবং ইমপ্লান্ট পরবর্তী ভাষা শেখাবেন। ফলে এসব শিশুরা সমাজের বোঝা না হয়ে ফিরে পাবে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন। বৃহস্পতিবার কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। তিনি সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মা-বাবার কাছে বরাদ্দপত্র তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া স্বপন। সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল। অনুষ্ঠানে কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দপত্র প্রাপ্তদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক কাজী শহীদুল আলম, নাক, কান, গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার, ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রাম ইন বিএসএমএমইউর প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ আবুল হাসনাত জোয়ারদার।
×