ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কে সর্বোচ্চ গোলদাতা- জিমি না কামাল?

প্রকাশিত: ০৬:৩৮, ১ জুলাই ২০১৬

কে সর্বোচ্চ গোলদাতা- জিমি না কামাল?

স্পোর্টস রিপোর্টার ॥ ঊষা-মেরিনার্স ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে প্রিমিয়ার হকি লীগের খেলা। ড্র করলে মেরিনার্স আর জিতলে ঊষা হবে চ্যাম্পিয়ন। তবে এই দুই দলের কেউই লীগের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বোচ্চ হ্যাটট্রিকধারী হননি। সেটা হয়েছেন লীগে চতুর্থ হওয়া মোহামেডানের তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। তিনি করেছেন চার হ্যাটট্রিক ৩৭ গোল। ম্যাচ শেষে জিমি তার প্রতিক্রিয়ায় জানান, আমার জানামতে, আমি রফিকুল ইসলাম কামাল ভাইয়ের ৩৫ গোলের রেকর্ড ভেঙ্গেছি। কাজেই বাংলাদেশের হকি লীগের ইতিহাসে এক আসরে আমিই সবচেয়ে বেশি গোলের মালিক।’ ঊষার হয়ে ক্যারিয়ার গড়া কামাল বলেন, ‘আমি ১৯৯৬ সালের হকি লীগে আমি একাই ৪০ গোল করেছিলাম। তাহলে ৩৭ গোল করে জিমি সর্বোচ্চ গোলদাতা কিভাবে হয়?’ এই বিতর্কের অবসান ঘটাতে পারে একমাত্র হকি ফেডারেশন। কিন্তু তারা জানায় ১৯৯৬ সালের লীগের কোন তথ্য বা রেকর্ডস তাদের সংরক্ষণে নেই! কামালের ভাষ্য শুনে জিমি গম্ভীরকণ্ঠে জানান, ‘এখন আমি যদি ৪১ গোল করতাম, তাহলে তো কামাল ভাই বলতেন তিনি ৪৫ গোল করেছেন!’
×