ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু সুরমাকে ফেরত দিল বিএসএফ

প্রকাশিত: ০৮:০৭, ১ জুলাই ২০১৬

শিশু সুরমাকে ফেরত দিল বিএসএফ

বাংলানিউজ ॥ বাংলাদেশী শিশু সুরমা আক্তারকে (১২) ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। সুরমা রংপুর জেলার বুড়িরহাট গ্রামের সহিদুল ইসলামের মেয়ে। কিছুদিন আগে নোয়াখালীতে কর্মরত তার বাবার সঙ্গে দেখা করে বাড়ি যাওয়ার পথে হয়ত সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেছিল। বিকেলে চৌদ্দগ্রামের কালিকাপুর সীমান্তে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম, চৌদ্দগ্রামের ইউএনওর উপস্থিতিতে বিজিবির সঙ্গে ভারতীয় ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের জি কে পাড়া কোম্পানি কমান্ডারের পতাকা বৈঠকশেষে সুরমাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
×