ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈদের কেনাকাটা করতে গিয়ে গাজীপুরে ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৮:৪৬, ১ জুলাই ২০১৬

ঈদের কেনাকাটা করতে গিয়ে গাজীপুরে ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে গিয়ে তুচ্ছ ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় আবদুল খালেক (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি বগুড়ার শেরপুর থানার কেল্লাকুশি মেলা গ্রামের মরহুম করম আলীর ছেলে। গাজীপুরের কোনাবাড়িতে জনৈক সাইফুলের বাড়িতে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে নিয়ে ভাড়া থাকেন আব্দুল খালেক। প্রথম স্ত্রী থাকে গ্রামের বাড়িতে। খালেক তরকারির ব্যবসা করেন। ঈদে কেনাকাটা করতে খালেক চান্দনা চৌরাস্তা অনুপম সুপার মার্কেট-২’র সূচনা কসমেটিক্সে যান। কেনাকাটা শেষে দোকানিকে হাজার টাকার নোট দেন খালেক। অবশিষ্ট টাকা ফেরত চাইলে দোকানদার হাজার টাকার নোট দেয়ার বিষয়টি অস্বীকার করে। এ নিয়ে দোকানদার ও কর্মচারীদের সঙ্গে খালেকের বাকবিত-া ও হাতাহাতি হয়। খালেক এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্যরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×