ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

প্রকাশিত: ২০:৪৭, ১ জুলাই ২০১৬

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীর সদর রোডস্থ আবাসিক হোটেল ‘জোনাকি’ থেকে ২ টি দেশীয় অস্ত্রসহ গণ হত্যাকারী, জেলা জামায়েতের সাবেক আমীর শুরা সদস্য যুদ্ধাপরাধী মাওলানা আশরাফ আলী খানের ভাইয়ের ছেলে মোঃ ইমরান খান (৩০) কে আটক করেছে সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ‘জোনাকি’ হোটেলের একটি কক্ষ থেকে দেশের বিভিন্ন গুপ্ত হত্যায় ব্যবহৃত সাদৃশ্য দেশী অস্ত্রসহ আটক করা হয়। তার অপর এক সহযোগী থাকলেও পুলিশ তাকে পায় নি। পুলিশ ও হোটেল সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে ইমরান ও তার সাথে থাকা এক ব্যাক্তিকে নিয়ে হোটেলের একটি কামরায় ওঠে। সাথে থাকা ব্যাক্তির পায়ে ব্যান্ডেজ করা ছিল এবং হাতে একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ। আর ইমরানের হাতে ছিল ব্রিফকেস। আর এই ব্রিফকেস থেকে উদ্ধার হয় দেশীয় ২ টি অস্ত্র। পুলিশ এখন তার সাথে থাকা ব্যাক্তির সন্ধানের চেষ্টা করছে। ইমরান এর আগে গত ২৩ জুন এই একই হোটেলে ওঠে এবং ২৮ জুন পর্যন্ত অবস্থান করে। আটক ইমরান পটুয়াখালীর গলাচিপার কোটখালী গ্রামের মুছাখানের পুত্র। ইমরানের কাছ থেকে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলি ইতোপূর্বে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়ার অস্ত্রের মত। এ ঘটনায় মাদারিপুরে জনতার হাতে আটক ও পরে বন্দুকযুদ্ধের নিহত ফাহিমের এর দেয়া বরিশালের বিভিন্ন এলাকায় গুপ্ত হত্যার পরিকল্পনার সাথে কোন যোগ সাজস আছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিছে। পুলিশ এ ব্যাপারে কোন কথা বলেনি সাংবাদিকদের সাথে। তবে ধারনা করা হচ্ছে, তারা কোন কিলিং মিশনে পটুয়াখালীতে এসেছিল।
×