ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শনিবার ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ ফোর লেন প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ০০:৪৬, ১ জুলাই ২০১৬

শনিবার ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ ফোর লেন প্রকল্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ দ্বার খুলছে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ ফোর লেন প্রকল্পের। শনিবার যোগাযোগ খাতের বড় এ দুই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় মহাসড়কে যুক্ত হবে দুটি ফোর লেন সড়ক। ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ৮৭ দশমিক ১৮ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়। যা ২০১৩ সালে শেষ হওয়ার কথা ছিল। বর্তমান সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ২০১০ সালের জুলাইয়ে জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদনের সময় এ প্রকল্পের জন্য বরাদ্দ দেয়া হয় ৯৯২ কোটি টাকা। আর প্রকল্পের কাজ শেষ করার মেয়াদ বেঁধে দেয়া হয়েছিল ২০১৩ সালের জুন মাস। কিন্তু পরবর্তী সময়ে নানা কারণে প্রকল্পের মেয়াদ কয়েকদফা বাড়ানো হয়। একই সঙ্গে বেড়ে যায় ব্যয়ও। সর্বশেষ এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৮৮০ কোটি টাকা। এদিকে ১৯০ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের কাজ উদ্বোধন করার কথা ছিল চলতি বছরের মে মাসেই। কিন্তু নানা জটিলতার তা পেছানো হয়।
×