ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় আবর্জনার মধ্যে জুমার নামাজ আদায় ॥ মেয়রের প্রতি ক্ষোভ

প্রকাশিত: ০৪:২০, ২ জুলাই ২০১৬

বগুড়ায় আবর্জনার মধ্যে  জুমার নামাজ আদায় ॥ মেয়রের প্রতি ক্ষোভ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন রাস্তায় ময়লা-আবর্জনার মধ্যে শুক্রবার জুমাতুল বিদার নামাজ পড়লেন মুসল্লিরা। এই দিনের নামাজের কথা জানার পরও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়নি। এই ঘটনায় পৌরপিতা ও পৌর কর্তৃপক্ষের সম্পূর্ণ উদাসীনতা-দায়িত্বহীনতার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মুসল্লি ও সাধারণ মানুষ। উল্লেখ্য, পৌরসভার ৬টি নিজম্ব ও ৬ টি ভাড়ায় চালিত গার্বেজ ট্রাক থাকার পরও শহরের ময়লা-আবর্জনা সময়মতো পরিষ্কার না হওয়ায় জনদুর্ভোগ দিনে দিনে চরমে উঠেছে। পরিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদার দিন নিউ মার্কেটের একধারে কেন্দ্রীয় জামে মসজিদে নামাজীদের সংখ্যা বেড়ে যায়। এই দিনে থানা মোড় থেকে পূর্বদিকে কাঁঠালতলা মোড় হয়ে ফতেহ আলী (রঃ) মাজারের দিকে যাওয়ার রাস্তা রমজান মাসের শেষ শুক্রবারের জুমার নামাজের আগে বন্ধ করে দেয়া হয়। মসজিদের দ্বোতলায় ও নিচে মুসল্লিরা আগেভাগে এসে জায়গা নেয়। নামাজ শুরু হওয়ার আগে মসজিদ সংলগ্ন কাঁঠালতলা মোড়ে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা হয়। এই কাঁঠালতলা মোড়েই পশ্চিম দিকে ময়লা-আবর্জনা স্তূপাকৃতি হয়ে দুর্গন্ধ ছড়াতে থাকে। নামাজের জন্য এমনভাবে চাদর বিছিয়ে দিতে হয় যে আবর্জনার স্তূপ পড়ে একেবারে সামেন। এর মধ্যেই নামাজ পড়তে হয় তাদের। নামাজের পর মুসল্লি ও সাধারণ মানুষ পৌরসভার বিএনপি দলীয় মেয়র মাহবুবর রহমানের ওপর চরম ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানাতে থাকেন। বলাবলি হয়, মেয়র সুকৌশলে এ ধরনের কাজ করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
×