ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বন্দর বহির্নোঙ্গরে ২ তেলবাহী ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ০৪:২০, ২ জুলাই ২০১৬

বন্দর বহির্নোঙ্গরে  ২ তেলবাহী ট্যাঙ্কারের  মধ্যে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরে জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে বহির্নোঙ্গরের দুই নম্বর বয়া থেকে দুই নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে। এতে একটি ট্যাঙ্কার বেশি ক্ষতিগ্রস্ত হলে এর থেকে সমুদ্রে তেল ছড়িয়ে দূষণ সৃষ্টির আশঙ্কা সৃষ্টি হয়। তবে পরিস্থিতি দ্রুত সামাল দেয় কোস্টগার্ড। কোস্টগার্ড সূত্রে জানা যায়, রাতে বহির্নোঙ্গর এলাকায় এ সংঘর্ষ হয় ডিজেলবাহী বেঙ্গল স্পিরিট-১ ও পাটেক্স-৩ নামের দুটি অয়েল ট্যাঙ্কারের মধ্যে। এতে বেঙ্গল স্পিরিট ট্যাঙ্কারটির বাম পাশে গভীর গর্ত হয়ে যায়। এ ট্যাঙ্কার থেকে তেল বেরিয়ে তা সমুদ্রে ছড়াতে থাকে। অদূরেই দায়িত্বরত ছিল কোস্টগার্ডের জাহাজ ‘তৌহিদ’। কোস্টগার্ড দল দ্রুত অকুস্থলে গিয়ে অয়েল ট্যাঙ্কার দুটিকে সৈকতের কাছাকাছি নিয়ে আসে। পরে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার থেকে আশি হাজার লিটার ডিজেল সরিয়ে নেয়া হয়। কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ওমর ফারুক জানান, দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়ায় বড় ধরনের দূষণ থেকে রক্ষা পাওয়া গেছে।
×