ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলেপ্পোর কাছে লড়াইয়ে ২৪ ঘণ্টায় নিহত ৭০

প্রকাশিত: ০৫:১০, ২ জুলাই ২০১৬

আলেপ্পোর কাছে  লড়াইয়ে ২৪  ঘণ্টায় নিহত ৭০

সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারী বাহিনীর হামলা ও জঙ্গীদের পাল্টা হামলায় ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। একটি পর্যবেক্ষক সংস্থা বৃহস্পতিবার একথা জানায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বুধবার বিকেল থেকে আলেপ্পোর উত্তরে আল মালেহর আশপাশে লড়াইয়ে ৩০ সরকারী সৈন্য ও ৩৯ বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানান, আল কায়েদার সিরীয় শাখা আল নুসরা ফ্রন্টের জঙ্গীরাও এই লড়াইয়ে নিহত হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার দুই বছরেরও বেশি সময় ধরে আল মালেক দখলের চেষ্টা করছে। খবর এএফপির। আসাদ বাহিনী আলেপ্পো নগরীর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ও নিকটস্থ তুরস্কের মধ্যে সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে আলেপ্পো অবরুদ্ধ করার জন্য কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে। সিরীয় সরকারী বাহিনী সিরীয় ও রুশ জঙ্গী বিমানের ছত্রছায়ায় আল মালেহর নিয়ন্ত্রণ গ্রহণের জন্য প্রায় এক সপ্তাহ ধরে লড়াই করছে। আসাদ বাহিনী তুর্কী সীমান্ত থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চলীয উপকণ্ঠের সঙ্গে একটি প্রধান সরবরাহ রুট কাস্তেলো সড়ক বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে। সরকার সমর্থক ওয়েবসাইট ‘আল মাসদার নিউজ’ জানায়, সিরীয় সেনাবাহিনী আল নুসরা ফ্রন্টের পাল্টা হামলার মুখে আল মালেহ খামার এলাকা থেকে সেনাদল প্রত্যাহার করে নিয়েছে। এতে বলা হয়, বিদ্রোহীরা দুটি আত্মঘাতী গাড়িবোমা নিয়ে সরকারী বাহিনীর ওপর হামলা চালায়। অবজারভেটরি জানায়, আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় সরকারী বাহিনীর বোমা হামলায় দু’টি শিশু প্রাণ হারিয়েছে। আলেপ্পো প্রদেশের বেশির ভাগ এলাকা আল নুসরা ফ্রন্ট ও এর চরমপন্থী মিত্ররা নিয়ন্ত্রণ করছে।
×