ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাশিয়া আত্মরক্ষায় সব সময়ই সক্ষম ॥ পুতিন

প্রকাশিত: ০৫:১০, ২ জুলাই ২০১৬

রাশিয়া আত্মরক্ষায় সব সময়ই সক্ষম ॥ পুতিন

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, তার দেশ ক্রমশ অস্থিরতা ও অনিশ্চয়তার মুখে পড়া বিশ্বে আত্মরক্ষা করতে প্রস্তুত। তিনি বলেন, ন্যাটোর উস্কানি সত্ত্বেও মস্কো কোন অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়বে না। তিনি ইউরোপে সামরিক ভারসাম্য ছিন্নভিন্ন করার দায়ে মার্কিন নেতৃত্বাধীন ঐ জোটকে অভিযুক্ত করেন। খবর এএফপি ও আইএএনএসের। ক্রেমলিনের লৌহমানব সতর্ক করে দেন যে, পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোর মতো পূর্ব ইউরোপীয় দেশগুলোতে ন্যাটোর শক্তি বৃদ্ধির উপযুক্ত জবাব দিতে রাশিয়া জানে এবং জবাব দেবে। তিনি ন্যাটোর পদক্ষেপকে কয়েক দশক ধরে গড়ে ওঠা সামরিক ভারসাম্য বিনষ্ট করার চেষ্টা বলে অভিহিত করেন। পুতিন বলেন, আমরা এ সমরবাদী উন্মাদনায় গা ভাসিয়ে দিতে চাই না, কিন্তু মনে হয় তারা চায়। তিনি মস্কোতে রুশ কূটনীতিকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, এটি ঘটবে না। কিন্তু আমরা দুর্বলও হয়ে পড়ব না। আমরা আস্থার সঙ্গে আত্মরক্ষা করতে সব সময়ই সমর্থ হব।
×