ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘প্রথমে তোমরা বেরিয়ে যাও, পরে আলোচনা করো’

প্রকাশিত: ০৫:১০, ২ জুলাই ২০১৬

‘প্রথমে তোমরা  বেরিয়ে যাও,  পরে আলোচনা  করো’

ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার সিসিলিয়া ম্যাল্মস্ট্রম বলেছেন, ইইউ ছাড়ার পরই ব্রিটেন কেবলমাত্র নতুন করে এই জোটের সঙ্গে বাণিজ্যবিষয়ক কোন চুক্তি নিয়ে আলোচনা বিবিসির নিউজগাইট অনুষ্ঠানে সিসিলিয়া ম্যাল্মস্ট্রম বলেন, প্রথমে তোমরা বেরিয়ে যাও, পরে আলোচনা করো। তবে নতুন কোন বাণিজ্য সম্পর্ক শুরুর আগ পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী ব্রিটেন ইইউর সঙ্গে ব্যবসাবাণিজ্য করতে পারবে বলে জানিয়েছেন ম্যাল্মস্ট্রম। গত সপ্তাহে গণভোটে ব্রিটেনের জনগণ ইইউ থেকে বেরিয়ে যাবার পক্ষে রায় দেয়। গত সপ্তাহের গণভোটের পর এখন ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এত বছরের সম্পর্ক নতুন করে মূল্যায়নের প্রশ্ন সামনে এসেছে। আনুষ্ঠানিকভাবে ইইউ’র সঙ্গে সম্পর্কচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করতে আরও বছর দুয়েকের প্রয়োজন হবে। কিন্তু এই সময়ের মধ্যে ব্রিটেন ইউরোপীয় এই জোটের সঙ্গে নতুন করে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন ইইউর ট্রেড কমিশনার সিসিলিয়া ম্যাল্মস্ট্রম। বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ম্যাল্মস্ট্রম বলেছেন, ব্রেক্সিটের পর এখন ইউরোপীয়দের কাছে ব্রিটেন ‘তৃতীয় একটি দেশ’। কানাডার সঙ্গে ইইউর সর্বশেষ যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটি সম্পন্ন হতে সময় লেগেছে সাত বছর। তাতে সম্মতি প্রয়োজন হয়েছে সব কটি ইইউভুক্ত রাষ্ট্রের। সেই সঙ্গে শর্ত বেধে দেয়া হয়েছে, চুক্তির সকল ধারা কার্যকর করতে অন্তত বছর খানেক পর্যন্ত সময় লাগবে।
×