ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দ্বিস্তর-টেস্টের বিপক্ষে এককাট্টা এশিয়া

প্রকাশিত: ০৫:১৯, ২ জুলাই ২০১৬

দ্বিস্তর-টেস্টের বিপক্ষে এককাট্টা এশিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ বিভিন্ন কারণে আলোচিত এবারের আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) সভা। যার মধ্যে অন্যতম দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ও ওয়ানডেতে লীগ পদ্ধতির প্রস্তাবনা। স্কটল্যান্ডের এডিবরায় ক্রিকেট খেলুড়ে বিভিন্ন দেশের বোর্ড কর্তাদের নিয়ে সভাটি চলমান। তবে সংবাদে প্রকাশ, প্রস্তাবিত বহুল আলোচিত দ্বিস্তরবিশিষ্ট টেস্টের বিপক্ষে একাট্টা এশিয়ার দেশগুলো। যেখানে বাংলাদেশ-পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে বিশ্ব ক্রিকেটের প্রভাশালী দেশ ভারতও। কেবল বাংলাদেশ নয়, এটি নিচের দিকে থাকা টেস্ট দলগুলোর জন্য সুসংবাদ। বর্তমানে টেস্ট স্ট্যাটাসপ্রাপ্ত দেশের সংখ্যা দশটি। জনপ্রিয়তা বাড়াতে আইসিসি এটিকে দুই ভাগে ভাগ করার কথা ভাবছে। যেখানে ওপরের সাত দেশ প্রথম, এবং শেষের তিনটির সঙ্গে সহযোগী দুটি দেশ নিয়ে হবে দ্বিতীয় স্তর। দ্বিস্তরের পক্ষে নয়, সেটি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ সেক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা টাইগারদের দ্বিতীয় স্তরে নেমে যেতে হবে, খেলতে হবে স্কটল্যান্ড-আয়ার‌্যান্ডের মতো সহযোগী সদস্যদের সঙ্গে। আটে ওয়েস্ট ইন্ডিজ, দশ নম্বরে থাকা জিম্বাবুইয়েও সেটি চাইছে না। সঙ্গে এশিয়ার পরশাক্তি ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা যোগ দেয়ায় আইসিসির পক্ষে দ্বিস্তরের টেস্টের প্রস্তাব পাস করাটা প্রায় অসম্ভব।
×