ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেরে ওঠার পথে ওজোনের ক্ষত

প্রকাশিত: ০৬:০০, ২ জুলাই ২০১৬

সেরে ওঠার পথে ওজোনের ক্ষত

দক্ষিণ মেরুর ওপর ওজোন স্তর ক্ষয়ে গিয়ে প্রায় ফুটো হয়ে গেছে, স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে তিন দশক আগেই বিজ্ঞানীরা এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। আশার কথা হচ্ছে সতর্কতা অবলম্বন করায় ওজোন নিয়ে সেই আশঙ্কা এখন অনেকটা দূর হয়েছে। দক্ষিণ মেরুর ওপর ওজোন স্তর ক্ষয়ে গিয়ে যে গহ্বর তৈরি হয়েছিল ২০০০ সালে তার আয়তন ছিল প্রায় ১৭ হাজার বর্গ কিলোমিটার। সেই ফুটো সঙ্কুচিত হয়ে এখন তার আকার দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার বর্গ কিলোমিটারের মতো। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা এ বিষয়ে তাদের সর্বশেষ মূল্যায়নে এই মন্তব্য করেছেন। এমআইটির ওজোন স্তর বিষয়ক প্রফেসর সুসান সলোমোন বলেন, ‘যদিও ক্ষত পুরোপুরি নিরাময় হয়নি। তবে অবস্থার যেটুুকু উন্নতি হয়েছে তা আমাদের আশান্বিত করে’। তিনি মনে করেন, এ ব্যাপারে এখনও অনেক কিছু করা বাকি। ওজোন ক্ষয় করার জন্য দায়ী রাসায়নিক পদার্থ যেমন ক্লোরোফ্লোরোকার্বন বা ক্লোরিন রয়েছে এমন গ্যাস নিষিদ্ধ করায় এ সুফল পাওয়া গেছে। ১৯৮৭ সালে সম্পাদিত মন্ট্রিয়ল প্রটোকলে এর উৎপাদন নিষিদ্ধ করা হয়। বায়ু ম-লের ওপরের দিকে একটি অংশ ওজোন স্তর। সূর্যের অতি বেগুনি রশ্মি বিকিরণ প্রতিরোধ করে এই স্তর। সুসান ও তার সহযোগীরা মনে করেন গত বছর চিলির কালবাকু আগ্নেয়গিরির লাভা উদগীরণ ওজোনের ক্ষত সেরে ওঠার পথে বাধা সৃষ্টি করেছিল। -এবিসি
×