ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেরেনা-ভেনাসের জয়

প্রকাশিত: ২০:২৩, ২ জুলাই ২০১৬

সেরেনা-ভেনাসের জয়

অনলাইন ডেস্ক॥ দুই বোন মিলে জিতেছেন ১১টি উইম্বলডন শিরোপা। ৩৬ বছরের বড় বোন ভেনাস উইলিয়ামস চ্যাম্পিয়ন হয়েছেন ৫বার। ২ বছরের ছোটো বোন সেরেনা উইলিয়ামসের অর্জন ৬টি শিরোপা। সবচেয়ে মর্যাদার টেনিস আসর লন্ডনের উইম্বলডনে বর্তমান চ্যাম্পিয়নও সেরেনা। কিন্তু শুক্রবার দুই বোনই প্রথম সেট হেরে আতঙ্কের মুখে পড়ে গিয়েছিলেন। শেষে সেই আতঙ্কা কাটিয়ে জয় তুলে নিয়ে দুজনই গেছেন তৃতীয় রাউন্ডে। বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনা ৬-৭ (৭), ৬-২, ৬-৪ এ হারিয়েছেন ৬৫ নম্বর ক্রিস্টিনা ম্যাকহালেকে। আর ভেনাস ৭-৫, ৪-৬ ও ১০-৮ এ জিতেছেন টিনেজার ডারিয়া কেসাতকিনার বিপক্ষে। শেষে সেটেও ২-০ তে পিছিয়ে পড়েছিলেন সেরেনা। তবে স্বদেশী মার্কিন খেলোয়াড়ের বিপক্ষে ম্যাচটি জিতেছেন ২ ঘণ্টা ২৯ মিনিটের লড়াইয়ে। প্রথম সেট হেরে খুব ক্ষেপে যান সেরেনা। বারবার নিজের র‌্যাকেট মাটিতে আছাড় মারেন। ঘাসে পিছল কেটে ক্যামেরাম্যানদের এলাকায় চলে যায় র‌্যাকেট। সেরেনা পরে বলেছেন, "আমি খুব রেগে গিয়েছিলাম। সত্যি রেগে গিয়েছিলাম। অনেক সুযোগ পেয়েছি। তবে ও (ক্রিস্টিনা) দারুণ খেলছিল। এক পর্যায়ে নিজেকে নিয়ে হতাশ হয়ে পড়েছিলাম।" সেন্টার কোর্টে বৃষ্টির কারণে খেলা হয় ছাদের নীচে। তৃতীয় রাউন্ডে সেরেনা খেলবেন জার্মানির আনিকা বেকের বিপক্ষে।
×