ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে কথিত বন্দুকযুদ্ধে আহত ‘ডাকাত’ মারাগেছে

প্রকাশিত: ২২:৪৬, ২ জুলাই ২০১৬

যশোরে কথিত বন্দুকযুদ্ধে আহত ‘ডাকাত’ মারাগেছে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে কথিত বন্দুকযুদ্ধে গুরুতর জখম ফারুক হোসেন (৪২) নামে এক ব্যক্তি মারাগেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার তিনি যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হন। পুলিশ জানায়, তারা জানতে পারেন যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি বর্ষণ করলে ডাকাতরা পালিয়ে যায়। এরপর তারা অজ্ঞাত এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তিনি ডাকাতদের গুলিতেই আহত হন। ঘটনাস্থল থেকে ৫টি রামদা, ৫০ হাত লম্বা দড়ি ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ঐ ব্যক্তি মারাযায়। এদিকে সদর উপজেলার দৌলতদিহি গ্রামের তাসলিমা খাতুন জানান নিহত ব্যক্তি ফারুক হোসেন তার স্বামী। শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন।
×