ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাওয়াতপত্রে এমপি‘র নাম না থাকায় ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুর

প্রকাশিত: ২৩:১৪, ২ জুলাই ২০১৬

দাওয়াতপত্রে এমপি‘র নাম না থাকায় ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুর

স্টাফ রির্পোটার, সিরাজগঞ্জ ॥ দাওয়াতপত্রে এমপির নাম না থাকায় শুক্রবার রাতে মাইকিং করে জেলার তাড়াশ উপজেলা আওয়ামীলীগের ইফতার মাহফিলের মঞ্চ ভেঙ্গে দিয়েছে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর থেকে মুখোমুখী অবস্থানে রয়েছে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শনিবার ইফতার মাহফিল হবার কথা ছিল। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সরকার জানিয়েছেন শনিবার বিকেলে তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। এ জন্য গতকাল শুক্রবার বিকেলে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। কিন্তু রাতে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা মঞ্চ ভেঙ্গে দেয়। তারপরও দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ইফতার মাহফিলের দাওয়াত কার্ডে কোন অতিথির নাম দেয়া হয়নি। তারপরও এমপির নাম না দেয়ার অজুহাতে এ মঞ্চ ভেঙ্গে দেয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি বলেছেন, আমার নাম ব্যবহার করে কোন লোক তাদের মঞ্চ ভেঙ্গে দেয়নি। দলীয় এমপি হওয়া স্বত্বেও ইফতার মাহফিলের দাওয়াতপত্রে আমার নাম না থাকায় ওই ইফতারে অংশ নেবো না।
×