ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্রুতগতির রোবট গাড়ি আনছে বিএমডব্লিউ

প্রকাশিত: ০৪:১৭, ৩ জুলাই ২০১৬

দ্রুতগতির রোবট গাড়ি আনছে বিএমডব্লিউ

দ্রুতগতির রোবট গাড়ি আনতে চলেছে বিএমডব্লিউ। এর বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল ও মোবিলিয়ের সঙ্গে চুক্তি করেছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিন প্রতিষ্ঠান মিলে এমন ধরণের গাড়ি নির্মাণ করতে চলেছে, যা চালক ছাড়াই চলবে। গাড়িগুলো মহাসড়ক, শহরতলী ও শহরের ভেতরের সড়কগুলোতেও নিরাপদে চলবে। বিএমডব্লিউ জানিয়েছে, রোবট গাড়ি দ্রুত বাজারে আনতে মার্কিন দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। ২০২১ সালে এ ধরনের গাড়ি বাজারে ছাড়া হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কম্পিউটার ও সেন্সর সিস্টেম উন্নত করা হবে। এতে করে এ ধরণের গাড়িতে মানুষের (চালক) ভূমিকা হ্রাস পাবে। এক কথায় কোন চালক ছাড়াই গাড়িগুলো চলবে। যাতায়াতসহ নানা ধরণের সেবামূলক কাজেও এগুলো ব্যবহার করা যাবে। -অর্থনৈতিক রিপোর্টার ৭ জুলাই বাজারে আসছে ভারতের ফ্রিডম ২৫১ সব সন্দেহ দূর করে অবশেষে বাজারে এলো বিশ্বের সবচেয়ে সস্তা এ্যান্ড্রয়েড ফোন। ফোনে ফিচার দেখেও সবাই রীতিমতো হা হয়ে যাওয়ার জোগার! প্রথমে যখন এই ফোনের ঘোষণা আসে তখন সবাই ভ্রু কুঁচকেছিলেন। বিশ্বাস করতে চাননি যে এই দামের মধ্যে কোনো স্মার্টফোন হতে পারে! তবে সেটাই সত্য হলো, চলতি মাসেই বাজারে আসছে ‘ফ্রিডম ২৫১’ মডেলের ফোনটি। স্মার্টফোনটি বানিয়েছে ভারতের নয়দার ‘রিংগিং বেলস’ নামে একটি কোম্পানি। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) মোহিত গোয়েল শুক্রবার ঘোষণা দিয়েছেন, ৭ জুলাই আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে ‘ফ্রিডম ২৫১’। এর দাম ২৫১ রুপী রাখা হলেও এটি তৈরি করতে অনেক বেশিই খরচ হয়েছে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ লোকসান দিয়েই খুচরা বিক্রি করবেন তারা। তবে বাল্ক ওর্ডার থেকেই লাভের আশা করছে কোম্পানি। কোম্পানি মহাব্যবস্থাপক আনমোল গোয়েল জানান, ইতোমধ্যে তারা ২ লাখ ফোন বানিয়ে ফেলেছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×