ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমার বিশ্বজিৎ, এসআই টুটুল শশী জাফরের এ্যালবাম

প্রকাশিত: ০৪:২৪, ৩ জুলাই ২০১৬

কুমার বিশ্বজিৎ, এসআই টুটুল শশী জাফরের এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ ঈদে আসছে শিল্পী শশী জাফরের নতুন আরও একটি এ্যালবাম ‘ভালবাসার সমীকরণ’। তবে এটি একটি মিক্সড এ্যালবাম। এ এ্যালবামে শশী জাফর ছাড়া আরও গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, এসআই টুটুল, তৌসিফ ও তরুণ শিল্পী আবিদ। এ্যালবামে পাঁচ শিল্পীর দুটি করে মোট ১০টি গান থাকছে। গানগুলো লিখেছেন রিটন অধিকারী রিন্টু, এ মিজান, সুদীপ কুমার দীপ এবং অমিত চ্যাটার্জী। মাই সাউন্ডের উদ্যোগে এ্যালবামটি বাজারে আনছেন প্রতিষ্ঠানটির কর্ণধার জামিল। এ্যালবামের গানগুলোর সুরকার ও সঙ্গীত পরিচালক অমিত চ্যাটার্জী। এ্যালবামটি নিয়ে যথেষ্ট আশাবাদী শিল্পী শশি জাফর। কারণ তিনি মনে করেন বিখ্যাত সব মানুষের সঙ্গে করা কাজগুলো ভাল হবেই। জনপ্রিয় শিল্পীদের সঙ্গে কাজ করে তার ভীষণ ভাল লেগেছে বলে জানান তিনি। এ্যালবামের গানগুলো শ্রোতাদের ভাল লাগবে বলে তিনি আশাবাদী। এদিকে কিছুদিন আগে ‘হৃদয় শূন্য শূন্য লাগে’ শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দেন শিল্পী শশি জাফর। ওই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি। গানটি লিখেছেন দেশের জনপ্রিয় গীতিকার কবির বকুল। গানের সুর করেছেন প্রতিক হাসান এবং গানের কম্পোজিশনে ছিলেন প্রীতম হাসান। প্রসঙ্গত, দীর্ঘ সঙ্গীত জীবনে সব সময় মৌলিক বাংলা গান তৈরির চেষ্টা করছেন শিল্পী শশি জাফর। প্রতিভাবান এ শিল্পী বিভিন্ন সময় বিভিন্ন এ্যালবামে দেশের অনেক জনপ্রিয় শিল্পীর সঙ্গে গেয়েছেন। শিল্পীর একক ৮টি, ডুয়েট ৬টি এবং বেশকিছু মিক্সড এ্যালবাম বের হয়েছে। দেশের মেধাবী এই শিল্পীর গাওয়া ‘মেন্টাল’ নামে ৯ নম্বর একক এ্যালবাম অচিরেই বাজারে আসছে। এ্যালবামের পাশাপাশি বিভিন্ন চ্যানেলে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। বিটিভি ও বাংলাদেশ বেতারের ক শ্রেণীর তালিকাভুক্ত শিল্পী শশি জাফর মাঝে মাঝে মঞ্চেও সঙ্গীত পরিবেশন করে থাকেন।
×